মোঃ সিফাত হোসেন
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
গত মঙ্গলবার রাত আনুমানিক ৪ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের খাঁপাড়ার রোহান নামের এক ব্যাক্তি নিজ বাড়ির পাশেই মুসার বাড়িতে একজনকে ঢুকতে দেখে মুসার বাড়িতে গেলে মুসা তাকে ধরে চোর বলে চিৎকার করে বলে তুই আমার বাড়িতে চুরি করতে এসে ছিস? রোহান বলে না ভাই আমি না, আপনার বাড়িতে একজনকে ঢুকতে দেখে আসলাম মনে হলো চোর ঢুকেছে তাই, মুসা তার কথা না শুনে একি গ্রামের সাইদকে ডাকে, মুসা এবং সাইদ মিলে রোহানকে আটকে রাখে। পরের দিন সকালে রোহানের বাবা এবং গ্রামের মন্ডল ও ইউপি সদস্য ছোবেদ আলীকে ডেকে বিচার বসায়।
বিচারে মন্ডল ছোবেদ আলী ও ইউসুফ, সাইদ, মুসা সহ সবাই মিলে রোহানের বাবারকাছে ১,৫০,০০০/- হাজার টাকা জরিমানা করে, রোহানের বাবা তা দিতে অশিকার করলে গ্রামের গ্রাম্য পুলিশ হানিফের উপস্থিতিতে ইশারত খার ছেলে ইউসুফ, তার দুই শ্যালক, মুসা, সাইদ সহ ৬/৭ জন মিলে রোহানকে বেধড়ক মারপিট করে।
পরে তারা মিরপুর থানা পুলিশকে খবর দিয়ে আনলে পুলিশ রোহানকে ঘটনার কথা জানতে চায় রোহান সব খুলে বলে যে, আমার নামে মিথ্যা চুরির অভিযোগ এনে আমার এই অবস্থা করেছে।
পুলিশ তার কথা শুনে প্রথমে মিরপুর থানা সাস্থ কম্পলেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
ভুক্তভোগী রোহান বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট, ও আমাকে সমাজের কাছে হেয় করার জন্য এরা সবাই এই কাজ করেছে। মূলত সাইদ এ ধরনের নারী ঘটিত কাজ কর্ম করে থাকে।
আমি এর সুষ্ঠ তদন্ত এবং প্রকৃত দোষীদের কঠিন বিচার দাবী করছি।
Leave a Reply