মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
ঘটনা সুএে যানা যায় ঝুমুর আক্তার স্বামী হাছনাইন হোসেন তার মা বাবা সাথে যুক্তি করে তার স্ত্রীকে বিভিন্ন সময়ে যৌতুকের টাকার জন্য মারধর করেন এবং ভুক্তভোগী ঝুমুর জানিয়েছেন তার শশুর শাশুড়ি মিলে তাকে মারদর করেন এবং তাশুর শাশুড়ি বলেন ঝুমুর যদি যৌতুকের টাকা না দেন তাহলে তার শশুর শাশুড়ি হাসনাইন কে অন্য জায়গায় মেয়ে দেখে বিয়ে করাবেন। ভুক্তভোগী ঝুমুর আক্তার বিষয়টি তার মা-বাবাকে জানালে ঝুমুর আক্তার এর মা বাবা হাছনাইন এর বাড়িতে আসেন এক পর্যায়ে কথা কাটাকাটি হলে ঝুমুরের স্বামী হাসনাইন তার শশুরকে মারধর করে তার হাতের মোবাইল ও নগদ ৬০০০ টাকা নিয়ে যান ভুক্তভোগী ঝুমুরের বাবা তজুমদ্দিন থানায় গিয়ে তজুমদ্দিন থানার এস আই শাহাদাত হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ করেন । ঝুমুরের ঘরে ১৬ মাসের একটি ছেলে সন্তান আছে ।
Leave a Reply