মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাক লিফ ফ্যাক্টরির মৌসুমী শ্রমিকেরা অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন।
আমরা জানতে চাইলে শ্রমিকদের মধ্যে একজন বলেন,বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২০১২ সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা,প্রফিডেন্ট ফান্ড,গ্রাচ্যুইট,নিয়োগ পত্র, আইন বহির্ভূত ভাবে বাইরে রাখা শ্রমিকদের চাকুরীতে পুনর বহাল সহ ২২ দফা দাবি বাস্তবায়নে আমরা অটল, যতদিন আমাদের এই দাবি কর্তৃপক্ষ না মানছে আমরা গেটের সামনেই অবস্থান কর্মসূচি পালন করব ইনশাল্লাহ। ২২দফা দাবি যতক্ষণ না আদায় হচ্ছে, আমরা ঘরে ফিরব না, এটাই আমাদের উদ্দেশ্য বা মূল লক্ষ্য।
Leave a Reply