মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
গণঅভ্যুত্থানে হামলা মামলার আসামি ২৪ ঘণ্টায় জামিন! প্রতিবাদে বিক্ষোভ
কুষ্টিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় আদালত জামিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। (রবিবার ২৭ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা জর্জ আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সর্বস্তরের নেতা ও নেতৃবৃন্দ।
সুশীল সমাজ ও ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, ‘কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সরাসরি হামলা চালায়। যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যথেষ্ট তথ্য-প্রমাণ থাকার পরও আদালত কীভাবে তার জামিন মঞ্জুর করেন?’
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হলেও দীর্ঘ ৯ মাস সে ধরাছোঁয়ার বাইরে ছিল।
গত শুক্রবার দুপুরে সার্ভেয়ার আব্দুল মান্নানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করলেও পরের দিন শনিবার আদালত থেকে জামিনে ছাড়া পায়। যা নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়,সাধারণ জনগণ ও সর্বস্তরের রাজনৈতিক অঙ্গ-সংগঠনের সকলের প্রশ্ন কে এর পিছনে কলকাঠি নাড়াচ্ছেন।
Leave a Reply