কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় কথিত সাংবাদিক মোহাম্মদ শাহিন আলমের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এনে তার গ্রামের সাধারণ মানুষ মানববন্ধন করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর চৌমুহনী বাজারের সামনে আয়োজিত মানববন্ধনে কনেশতলা, একবালিয়া, ডলখুলিয়া ও আশপাশের কয়েকটি এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা শাহিন আলমকে “ভণ্ড প্রতারক” আখ্যা দিয়ে তার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, শাহিন আলম দীর্ঘদিন ধরে কখনো সাংবাদিক, কখনো অ্যাডভোকেট, আবার কখনো রাজনৈতিক কর্মীর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।
বক্তারা বলেন, শাহিন আলম ফেসবুকে ভুয়া পেজ খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিরীহ মানুষকে হয়রানি করেন। বিশেষ করে প্রতিবন্ধী, বিধবা ও অসহায় নারীদের সহায়তার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধনে আরো উল্লেখ করা হয়, প্রবাসী এক নারীকে ব্ল্যাকমেল করে বিয়ে করেন শাহিন আলম। পরে একই কৌশলে আরও চারটি বিয়ে করেন তিনি। নারীদের সামাজিকভাবে বিপদে ফেলে আর্থিক সুবিধা আদায় করেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও, স্থানীয় উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকেও চাঁদাবাজি করেছেন শাহিন। চাঁদা না দিলে সামাজিক মাধ্যমে মানহানিকর পোস্ট দিয়ে হেয় প্রতিপন্ন করেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
বক্তারা বলেন, শাহিন আলম দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম চালিয়ে আসছেন। প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে তিনি সাধারণ মানুষের ওপর খবরদারি করে আসছেন।
ভুক্তভোগী রাসেল মিয়া, মাসুম, খলিল ও ফয়সাল মানববন্ধনে বলেন, “শাহিন আলমের ভয়ে আমরা অনেকদিন নির্যাতিত হয়েছি। আজ আমরা সাহস করে রাস্তায় নেমেছি। আমরা চাই তার দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি।”
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যদিকে, দেবিদ্বার থানার দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র গণমাধ্যমকর্মী আবুল খায়ের কুমিল্লার আদালতে শাহিন আলমের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
বর্তমানে এলাকাজুড়ে এ বিষয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছে।
Leave a Reply