1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২১ বার ভিউ

বিশেষ প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীতে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার আহমেদ তালুকদারের (২৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তারগ মরদেহ পাওয়া যায়। 
পটুয়াখালী সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

সরোয়ারের ফুফাতো ভাই জুবায়ের আহমেদ বলেন,সরোয়ার রাজনীতির পাশাপাশি একটি কোম্পানির ডিলারশীপ ব্যবসায় যুক্ত ছিলেন। সারাদিন ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন। শনিবার কারণ ছাড়াই তার ঝুলন্ত মরদেহ নিজ ঘরের ভেতরে দেখেন তার বৃদ্ধ চাচা ইউনুস তালুকদার। তিনি অভিযোগ করে বলেন,এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া কিছুই না। 
প্রতিবেশি মোঃ নয়ন মৃধা বলেন, সরোয়ারের বাবা আজ থেকে ১৫ বছরে আগে মারা যান। মা র্দীঘদিন অসুস্থ। এক ছোট ভাই ও মাকে নিয়ে বসবাস করতেন। আজ তার মা নানা বাড়িতে যান। ঘটনার সময় ঘরে অন্য কেউ ছিলেন না। 
এ ঘটনায় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ আহম্মেদ জানান,নিহতের স্বজনদের দেওয়া খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যা দাবি প্রসঙ্গে তিনি জানান,ময়নাতদন্ত সম্পন্ন এবং নিবির তদন্ত ছাড়া আপাতত হত্যা হয়েছে বলার সুযোগ নাই। সে রকম কিছু পেলে অবশ্যই আমলে নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com