রাজিব হাসান রাজু,,
ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আসমা বেগম (২২) স্বামী মো. শাকিব ও শাশুড়ির নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিব তার স্ত্রী আসমার বাবার কাছ থেকে ৩০,০০০ টাকা দাবি করেন, যা দিয়ে তিনি মোবাইল কিনতে চেয়েছিলেন। টাকা না আনলে ঘরে জায়গা দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি। আসমার অসহায় বাবা ছয় মাসের সময় চেয়ে টাকা দিতে রাজি হন, কিন্তু শাকিব ও তার পরিবার এতে রাজি হয়নি।
নিহত আসমা বেগমের মা জানিয়েছেন, ঘটনার দিন (২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার) সকাল ৯টার দিকে মেয়ের সঙ্গে শেষবার কথা হয়। ফোনে আসমা জানান, “মা, ওরা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করছে, আমার অনেক ভয় লাগছে। আমায় তোমার কাছে নিয়ে যাও বা তুমি আমার কাছে চলে আসো!” কথার মাঝেই হঠাৎ ফোন কেটে যায়।
এরপরই শুরু হয় ভয়াবহ নির্যাতন। অভিযোগ রয়েছে, স্বামী শাকিব তাকে মারধর শুরু করেন এবং একপর্যায়ে তার পাঁচ মাসের গর্ভে লাথি মারেন। আসমার চিৎকার শুনে শাশুড়ি ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে এবং একপর্যায়ে গলাটিপে হত্যা করে।
প্রতিবেশীদের ভাষ্যমতে, হত্যার পরপরই ঘরের দরজা-জানালা বন্ধ করে দেওয়া হয় এবং মুখে বিষ মাখিয়ে ‘আসমা আত্মহত্যা করেছে’ বলে প্রচার চালানো হয়। পরে খুনি শাকিব ও তার মা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মরদেহে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ প্রকাশ করেন। এসময় তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
নিহত আসমার পরিবার এ হত্যার বিচার দাবি করেছে এবং স্থানীয়রা খুনি শাকিব ও তার মাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
খুনি:
মো. শাকিব
পিতা: মো. আলমগীর
ঠিকানা: জেলা ভোলা, উপজেলা চরফ্যাশন, ইউনিয়ন আসলামপুর, আবুগঞ্জ বাজার
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো এ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।
এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
Leave a Reply