বাহাদুর চৌধুরী,,,
বর্তমান সময়ে গণমাধ্যমের নিরপেক্ষতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক গণমাধ্যম কর্মী গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে দলীয় স্বার্থে কাজ করছেন, যা গণতন্ত্র ও প্রকৃত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
একজন গণমাধ্যমকর্মীর দায়িত্ব হলো জনগণের জন্য সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কিছু সংবাদমাধ্যম নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। অপরাধী যেই হোক, সে অপরাধী—এটাই সাংবাদিকতার মূলনীতি হওয়া উচিত। কিন্তু দলীয় স্বার্থে কখনো অপরাধীকে আড়াল করা হচ্ছে, আবার কখনো প্রতিপক্ষকে ঘায়েল করতে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।
গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে অনেকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন, অথচ প্রকৃত সাংবাদিকতার চর্চা নেই। এমনকি কেউ কেউ মিডিয়ায় সক্রিয় না থেকেও প্রেসক্লাব দখল করে রেখেছেন, নিজেদের “গণমাধ্যম নেতা” হিসেবে প্রতিষ্ঠা করেছেন। অথচ প্রকৃত সাংবাদিকতা করতে হলে নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা প্রয়োজন।
জনগণের প্রত্যাশা, গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। দলীয় পরিচয়কে প্রাধান্য না দিয়ে গণমাধ্যমের সঠিক আদর্শকে সম্মান জানানোই হবে প্রকৃত সাংবাদিকতার পথ।
Leave a Reply