কুষ্টিয়া প্রতিনিধি।
বাংলাদেশ শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও মহাসচিব চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে কুষ্টিয়া জেলার কৃতি সন্তান কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ও শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নওয়াব আলীকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করেছেন। অধ্যক্ষ মোঃ নওয়াব আলী বাংলাদেশ শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় বাংলাদেশ শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও মহাসচিব চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষণ (জিসপ)এর কুষ্টিয়া জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply