কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় যুবদল নেতা সামছুদ্দিন আহমেদ কটার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা এক প্রতিবাদ সমাবেশ করেন, যেখানে বক্তারা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাব মালিথা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা করেছেন। তারা বলেন, “সরকারি ইশারায় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য হুমকি।”
বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সরকারের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের আহ্বান জানান। সমাবেশে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply