নিজস্ব প্রতিনিধ
৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবৈধ ব্রিকফিল্ড-এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানটি পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) শিবু দাশ প্রসিকিউশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত এর সাথে আরও উপস্থিত ছিলেন এ কার্যালয়ের উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, সিনিয়র কেমিস্ট মো. তানবীর হোসেন, সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন ও অনান্য কর্মচারী।
এ সময় আলোচ্য উপজেলার চানপুর গ্রামে –
১. মেসার্স কামাল ব্রিকস ম্যানু: কে(আংশিক ভাংগা হয় এবং ৫,০০০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়)।
২. মেসার্স সততা ব্রিকস ম্যানু কে(আংশিক ভাংগা হয় এবং ৫,০০০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়)।
৩. মাসার্স জামাল ব্রিকস ম্যানু কে ৫,০০০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। আলোচ্য ব্রিকফিল্ডগুলো থেকে মুচলেকা নেওয়া হয়েছে এই মর্মে যে ২০২৫-২০২৬ অর্থ বছর থেকে ফিল্ড গুলো সকল কার্যক্রম বন্ধ বাখবেন অন্যথায় ফিল্ডগুলো উচ্ছেদ করা হবে। এ অভিযানের সময় ছাগলনাইয়া উপজেলার আনসার ও ফায়ার সার্ভিসের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের অধিক্ষেত্রে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply