বাহাদুর চৌধুরী,,
শশীভূষণ (চরফ্যাশন), অপরাধীরা যে কোনো দলের নাম ব্যবহার করুক না কেন, তারা শুধুই অপরাধী। সমাজে অশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো দলীয় পরিচয় নেই—এমনটাই মত প্রকাশ করেছেন চরফ্যাশনের শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোতাসিন বিল্লাহ।
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সমাজে যারা অপরাধ সংঘটিত করে, তারা কেবলই অপরাধী। আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের নজরে এলে তারা অপরাধী হিসেবেই গণ্য হবে। কোনো ব্যক্তি যদি অপরাধ করে দলের নাম বা পদবি ব্যবহার করে, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও বলেন, “আমাদের জাতীয়তাবাদী বিএনপি দল সমাজে কোনো অশৃঙ্খলা সৃষ্টিকারী, জোর-জুলুমবাজদের সমর্থন করে না। হাজারীগঞ্জ ইউনিয়নের যে কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে, সে আমাদের দলের কেউ নয়। অপরাধে লিপ্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মোতাসিন বিল্লাহর বক্তব্যে স্পষ্ট, বিএনপি কোনো অপরাধীকে আশ্রয় দেয় না এবং দলে অনুপ্রবেশকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলেরও দায়বদ্ধতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
Leave a Reply