নিজস্ব প্রতিবেদক
বন কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঢাকা আগারগাঁও বন ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। অভিযোগের ভিত্তিতে কাশেমসহ বিভাগীয় কর্মকর্তাকে অন্য বিভাগে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে কাশেমের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উচ্চপর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেন এবং তাকে অন্য বিভাগে বদলির নির্দেশ দেন।
বন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “আমরা সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে। যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে, তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে বন সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারি বজায় থাকবে।
এ বিষয়ে আবুল কাশেমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বদলির নির্দেশ বাস্তবায়নের পর তার স্থলে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
Leave a Reply