তুহিন দেওয়ান, তজুমদ্দিন প্রতিনিধি
ভোলা, ১২ ফেব্রুয়ারি ২০২৫: ভোলার তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথের সঙ্গে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশেষ বৈঠকে মিলিত হন। এ সময় তিনি তজুমদ্দিনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাবেক এই বিএনপি নেতা বিশেষভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত বেরিবাঁধ ও GEO ব্যাগ সংক্রান্ত দুর্নীতি এবং ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চালের অনিয়ম নিয়ে ইউএনওকে অবগত করেন। তিনি প্রশাসনের কাছে এসব দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য মাওলানা মোহাম্মদ ফারুক আহমেদ, ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান (হিরন), তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলাম শাকিল, সদস্য মো. মেহেরাব হোসেন, মো. তানজিদসহ বিভিন্ন সাংবাদিক।
সংশ্লিষ্টদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের একাংশের যোগসাজশে বরাদ্দকৃত প্রকল্প ও ত্রাণের চাল নিয়ে বড় ধরনের দুর্নীতি চলছে। এ বিষয়ে যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানান আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিরা।
তবে এসব অভিযোগ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেটিও এখনো স্পষ্ট নয়।
Leave a Reply