মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
-বিক্ষোভ মিছিল।
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর এলাকায় আতিয়ার রহমান কে হত্যার ঘটনায় নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। আসামিরা হলেন ১/ রানা (৪০) ২/আসাদ (৪৫) ৩/আমজেদ (৪৫) ৪/জমির (৫৫) ৫/সাবু (৫০) উভয় পিতা রব্বান মন্ডল। ৬/আব্দুল্লাহ (20) পিতা জাহাঙ্গীর মৃধা ৭/ শরিফ (৪৫) পিতা আকমল। ৮/আলমগীর (৩৩) পিতা শাহজাহান। ৯/ কৌশিক (২৩) পিতা জহির মৃধা। ১০/ জসিম (৪২) ১১/ নাজমুল উভয় পিতা শুকর মালিথা ১২/ মুক্তার (৫৮) ১৩/ নুর হক (৫৫) উভয় পিতা জলিল ১৪/ উজ্জ্বল (৩২) আনসার মন্ডল ১৫/রাজিব মোল্লা (৪২) পিতা আজিবার মোল্লা সর্ব সাং জোতপাড়া। ১৬/ সাইদুল ইসলাম (৪৫) পিতা আকমাল হোসেন ১৭/নবিরুল (৪৫) পিতা মৃত আমজাদ হোসেন উভয় ঠিকানা কাঞ্চনপুর ১৮/ শামীম হোসেন (৪২) তপিতা মৃত রফিকুল ইসলাম ১৯/আইজুদ্দিন মল্লিক (৪২) পিতা মৃত শামসুদ্দিন সর্ব সাং জোতপাড়া থানা ও জেলা কুষ্টিয়া সদর।
রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাঞ্চনপুর বাজারে সর্বস্তরের জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সমাবেশে অংশ করেন। এসময় তারা বলেন, আতিয়ার রহমানকে হত্যার ঘটনায় নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নিরপরাধ মানুষদের আসামীর তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত হত্যাকারীদের নামে মামলা দেওয়ার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচী নেওয়া হবে বলেও হুঁশিয়ারী দেন তারা। গত ১৭ ফেব্রুয়ারী দিবাগত রাতে কাঞ্চনপুর মাঠে আতিয়ার রহমান নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply