স্টাফ রিপোর্টার,
স্বাধীন গণমাধ্যমের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি ৯/৬ সহ সকল ধরনের আইন বাতিলের দাবি জানানো হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে স্বাধীনভাবে লেখালেখি করার সুযোগ পেয়েছিলেন গণমাধ্যম কর্মীরা। তবে, তাঁর হত্যাকাণ্ডের পর থেকে একের পর এক শাসকগোষ্ঠী ক্ষমতায় এসে গণমাধ্যমের উপর বিধিনিষেধ আরোপ করেছে বলে অভিযোগ উঠেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কেট হাউজে একদল পথভ্রষ্ট কর্মকর্তার হাতে শহীদ হওয়ার পরই তৎকালীন অস্থায়ী সরকার প্রথমবারের মতো স্বাধীন গণমাধ্যমের উপর ডিগ্রী জারি করে। এরপর থেকে প্রতিটি সরকারই নিজেদের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের কণ্ঠরোধে বিভিন্ন আইন প্রণয়ন করেছে।
গণমাধ্যমকর্মীরা অভিযোগ করে বলেন, পলাইনকৃত সরকারের- সাংবাদিকদের উপর চাপিয়ে দেওয়া ৯/৬ সহ একাধিক আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করছে। তারা দাবি করেন, এই আইনগুলো অবিলম্বে বাতিল করতে হবে যাতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
গণমাধ্যম বিশেষজ্ঞদের মতে, একটি গণতান্ত্রিক সমাজের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। তাই সরকারকে গণমাধ্যমের কণ্ঠরোধকারী সকল আইন প্রত্যাহার করে স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
Leave a Reply