চরফ্যাশন শশিভূষণ থানা প্রতিনিধ
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় মাদরাসার মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, করিজান কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইয়াকুব শরীফ, কাশেমগন্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শিহাবউদ্দীন এবং শশীভূষন হোছাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ওমর ফারুক।
সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং তাদেরকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
Leave a Reply