মোঃ সোহেল
ভোলার চরফ্যাসনে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করেছে গ্রামবাসী। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। তবে তাঁর স্ত্রী ফাতেমা বেগম বলছেন, এটি পরিকল্পিত হামলা।
রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মিন্টিজকে নিজ বাড়ির আশপাশে দেখে ধাওয়া দিয়ে আটক করা হয়। এরপর বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে মারধর করা হয়।
স্থানীয়দের ভাষ্য, মিন্টিজ ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতিতে জড়িত। তাঁর বাবা ছিডু চোরও একই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি এলাকায় একাধিক চুরির ঘটনায় তাঁর নাম উঠে আসায় ক্ষোভ তৈরি হয়।
তবে মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা। তিনি অভিযোগ করেন, মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মো. সাকিবের নেতৃত্বে একদল লোক তাঁর স্বামীকে তুলে নিয়ে মারধর করে হাত-পা ভেঙে দেয় এবং দুই চোখ উপড়ে ফেলে।
চরফ্যাসন হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ‘আহতের হাত-পা ভাঙা এবং চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, ‘সংবাদ পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক রয়েছে।
Leave a Reply